দিনাজপুরের বিরলের ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় নাগরিককে ধরে আটকে রাখে।
শুক্রবার (২ মে) দুপুরে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই দিন দুপুর ১২টার দিকে ৩২০ নম্বর মূল পিলারের সাব-পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি এলাকায় ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই বাংলাদেশি কৃষক। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
পরে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসা ভারতীয় দুই নাগরিক—অবিনাশ টুডু ও ফিলিপ সরেন—কে আটক করেন এবং তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান।
এ বিষয়ে এখনো বিজিবি বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই বাংলাদেশি নাগরিককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর গ্রামবাসীরা প্রতিক্রিয়া হিসেবে দুই ভারতীয় নাগরিককে ধরে রাখে। পরে বিজিবির সদস্যরা এসে ওই দুই ভারতীয়কে নিজেদের জিম্মায় নেন।”
সীমান্ত এলাকায় এই ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উত্তেজনার জন্ম দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।