উত্তরপ্রদেশে আগ্রাসন চলছে: মসজিদ-মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান
উত্তরপ্রদেশ সরকার নেপাল সীমান্তসংলগ্ন এলাকায় মাদ্রাসা ও ইসলামিক স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী, সরকারি জমিতে নির্মিত এবং বৈধ কাগজপত্রবিহীন মাদ্রাসা, মসজিদ, মাজার ও ঈদগাহগুলো সিল করে দেওয়া হচ্ছে বা ভেঙে ফেলা হচ্ছে। ১৪ মে পর্যন্ত মোট ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার ও ছয়টি ঈদগাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।