জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতজুড়ে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন ও ঘৃণাভিত্তিক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ২২ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত সময়কালে দেশজুড়ে মুসলিমদের বিরুদ্ধে অন্তত ১৮৪টি বিদ্বেষমূলক ঘটনার তথ্য উঠে এসেছে। এর মধ্যে শুধুমাত্র পেহেলগামের ঘটনার পরই সংঘটিত হয়েছে ১০৬টি সহিংসতা, হামলা ও নির্যাতনের ঘটনা।
মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর) তাদের সাম্প্রতিক প্রতিবেদন “পেহেলগামের পর ঘৃণা : সহিংসতা ও ভীতি প্রদর্শনের মানচিত্র”-এ এসব তথ্য তুলে ধরেছে। তারা জানিয়েছে, এসব ঘটনা মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বেশি ঘটেছে। ঘৃণা ভাষণের জেরে কমপক্ষে ৩১৬ জন মুসলিম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সবচেয়ে বেশি সহিংসতা ঘটেছে উত্তরপ্রদেশে, যার সংখ্যা ৪৩টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে মহারাষ্ট্র ও উত্তরাখণ্ড, যেখানে ২৪টি করে ঘটনা ঘটেছে। তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, ২০টি ঘটনার মাধ্যমে।
রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে ৮৪টি ঘৃণাভাষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে রাজনৈতিক ও ধর্মীয় সভা থেকে দেয়া উস্কানিমূলক বক্তব্য, রাজনৈতিক নেতাদের মন্তব্য এবং একশ্রেণির সংবাদমাধ্যমের প্রচার। মুসলিমদের ভয় দেখিয়ে ব্যবসা বন্ধ, ধর্মীয় রীতি পালনে বাধা, কিংবা তাদের সম্পত্তি খালি করে দেয়ার মতো ঘটনা ঘটেছে অন্তত ৬৪টি। মুসলিমদের সরাসরি শারীরিক হয়রানির ঘটনা ৪২টি, নির্দিষ্টভাবে লক্ষ্য করে হামলার ঘটনা ৩৯টি এবং মসজিদ, মাদরাসা, দোকান ভাঙচুরের ঘটনা ১৯টি। এ ছাড়া হুমকি, গালিগালাজ এবং নিপীড়নেরও বহু অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিজ্ঞতাও ভয়াবহ। উত্তরপ্রদেশের এক পরিবার জানিয়েছে, তাদের ছেলে টুপি পরে কলেজে যাওয়ায় একদল যুবক তাকে উগ্রবাদী বলে আক্রমণ করে এবং খুনের হুমকি দেয়। মধ্যপ্রদেশের ইন্দোরে এক মুসলিম সবজি বিক্রেতাকে তার স্টল বন্ধ করতে বাধ্য করা হয় এবং তাকে পাকিস্তানে চলে যেতে বলা হয়। এসব ঘটনার কারণে অনেক পরিবারই নিরাপত্তাহীনতায় ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে।
এপিসিআর তাদের প্রতিবেদনে বলেছে, এসব সহিংসতা কেবল সামাজিক সম্প্রীতিকে ধ্বংস করছে না, বরং দেশকে এক গভীর সাম্প্রদায়িক বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। এই ধরনের ঘটনা কঠোরভাবে দমন না করলে তার ভয়াবহ প্রভাব গোটা দেশের ওপর পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটি।
সূত্র : পুবের কলম
গুমের শিকার ব্যক্তিদের রোমহর্ষক নির্যাতনের বর্ণনা
উত্তরপ্রদেশে আগ্রাসন চলছে: মসজিদ-মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান
ধর্মীয় বৈষম্যের প্রশ্নে উত্তাল ভারত: মোদীর বিরুদ্ধে ২৮০ মসজিদ-স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আয়নাঘরে বন্দীদের কষ্টের গল্পে আবেগাপ্লুত ক্যারি কেনেডি