22 দিন আগে
বরিশালে অচল চার শতাধিক সিসি ক্যামেরা, নিরাপত্তাহীনতায় নগরবাসী
বরিশাল নগরীতে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে প্রায় আড়াই কোটি টাকার চার শতাধিক সিসি ক্যামেরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। সচেতন মহল বলছে, যে কোনো বাজেট পরিকল্পনার সময় তা বাস্তবায়নের পরবর্তী সময়ের রক্ষণাবেক্ষণের জন্যও বরাদ্দ রাখা উচিত। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, নতুন ভাবে এসব ক্যামেরা সচল করতে কাজ চলছে।
নগরীর নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা সিসি ক্যামেরাগুলোর বর্তমান চিত্র এমনই। সড়কের মাঝখানের আইল্যান্ডের স্ট্যান্ডের সাথে লাগানো বেশিরভাগ সিসি ক্যামেরার অস্তিত্বই নেই। আর যেগুলো আছে সেগুলোও ভেঙ্গে ঝুলে আছে অথবা উলটো হয়ে আছে মাটির দিকে না হয় আকাশের দিকে। মেশিনগুলোর বক্স থাকলেও নেই ভেতরের কোনো যন্ত্রাংশ।