অবৈধ গ্যাস সংযোগের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।
গত ৩১ মে ২০২৫ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শিল্প-কারখানায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করেন। সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আশুলিয়া, চন্দ্রা, কালিয়াকৈর, মির্জাপুর, গাজীপুর ও ভালুকা শিল্পাঞ্চলে চলে এ পরিদর্শন কার্যক্রম। এ সময় তিনি বেপজা, ঔষধ, পাদুকা, টেক্সটাইল, স্পিনিং, সিরামিক, টাওয়েল, ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মালিকদের সাথে মত বিনিময় করেন।