বিনিয়োগকারীদের আস্থাহীনতায় শেয়ারবাজার আরও গভীর সংকটে
বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে চলমান পতন ও বিনিয়োগকারীদের আস্থাহীনতা এখন আরও জটিল ও গভীর সংকটে পরিণত হয়েছে। বারবার বৈঠক, পরামর্শ ও প্রতিশ্রুতি দিয়েও বাজারে ইতিবাচক কোনো স্থায়িত্ব আনা সম্ভব হয়নি। বাজার সাময়িকভাবে কখনো কখনো কিছুটা ঘুরে দাঁড়ালেও তা টিকে থাকছে না। বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের মতে, এখন কেবল আশ্বাস দিয়ে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়; দরকার বাস্তব ও কার্যকর উদ্যোগ।