অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের একদিন পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনাকে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফারুকী বলেন, সাধারণত তিনি মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা বলেন না। তবে এই ইন্ডাস্ট্রিরই মানুষ হিসেবে নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে তিনি বিব্রতকর ঘটনা হিসেবে দেখছেন।
তিনি জানান, সরকারের নীতিগত অবস্থান হলো, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার না করা। সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল এবং ফারিয়ার বিরুদ্ধে আগের থাকা মামলাটির বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু বিমানবন্দরে গিয়ে এমন ঘটনার মুখে পড়া "ওভার নারভাসনেস"-এর ফল হতে পারে বলেও মন্তব্য করেন ফারুকী।
তিনি আরও বলেন, সম্প্রতি ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও অনুরূপ ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
পোস্টের শেষে তিনি আশাবাদ প্রকাশ করেন যে, ফারিয়া আইনি প্রতিকার পাবেন এবং ভবিষ্যতে এ ধরনের ঢালাও মামলাগুলো আরও সংবেদনশীলভাবে পরিচালনা করা হবে। তিনি মনে করিয়ে দেন, সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে সংঘটিত প্রকৃত অপরাধগুলোর বিচার নিশ্চিত করা।
সূত্র:দ্যা ডেইলি ষ্টার