জনাব তারেক রহমান, আপনার চারদিকে শত্রু!
জনাব তারেক রহমান ,আপনার চারিদিকে শত্রু। দলের বড় বড় নেতারা শত্রু। বিভিন্ন বাহিনীতে শত্রু। প্রশাসনে বেশিরভাগ আপার মুরিদ। বর্তমান সরকারের সঙ্গে আপনার বড় নেতাদের অপ্রয়োজনীয় মতের অমিল, অসহযোগীতা, অপ্রয়োজনীয় হুমকি। আপনার দলে সবাই পদ আর ক্ষমতার পাগল, সবাই নিজেকে তারেক জিয়ার চেয়ে বড় মনে করে। সবাই আপনার সাথে বিশাল ভালবাসার অভিনয় করে একটা পদের জন্য, মন থেকে না। বিপদে পড়লে আপনার আগে ওরা সবাই নাই হয়ে যাবে। প্রতিটা মিটিংয়ে সভায়, সম্মেলনে, ইন্টারভিউতে আপনি লক্ষ করবেন, আপনার দলের বড় নেতাদের যেন আপনার নাম, আপনার বাবা মায়ের নাম নিতে কষ্ট হয়