রাসুলুল্লাহ ﷺ-এর আচরণবিধি: আদর্শ চরিত্র, ক্ষমা ও সহিষ্ণুতা
কুরআনই ছিল রাসুলুল্লাহ ﷺ-এর চরিত্র। যে বিষয়ে কুরআন সন্তুষ্টি প্রকাশ করেছে, তিনিও তা করতেন, আর যে বিষয়ে কুরআন কঠোর হয়েছে, তিনিও তাতে কঠোর ছিলেন। তিনি স্বাভাবিকভাবেই অশালীন ছিলেন না, আর স্বেচ্ছায়ও অশালীন কথা ও কর্মে লিপ্ত হতেন না। তিনি হাটবাজারে গিয়ে কখনো হট্টগোল করতেন না। তিনি অনিষ্টের বদলে অনিষ্ট দেয়ার বদলে, বরং অনিষ্টকারীকে মাফ করে দিতেন এবং প্রকাশ্যেও তার প্রতি ক্ষমাসুলভ আচরণ করতেন।