🟩 সচ্চরিত্রের আদর্শ নমুনা:
আল্লাহ তাআলা বলেন:
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
"নিশ্চয় তুমি মহান চরিত্রে অধিষ্ঠিত।" (২৪)
কুরআনই ছিল রাসুলুল্লাহ ﷺ-এর চরিত্র। যে বিষয়ে কুরআন সন্তুষ্টি প্রকাশ করেছে, তিনিও তা করতেন, আর যে বিষয়ে কুরআন কঠোর হয়েছে, তিনিও তাতে কঠোর ছিলেন। তিনি স্বাভাবিকভাবেই অশালীন ছিলেন না, আর স্বেচ্ছায়ও অশালীন কথা ও কর্মে লিপ্ত হতেন না। তিনি হাটবাজারে গিয়ে কখনো হট্টগোল করতেন না। তিনি অনিষ্টের বদলে অনিষ্ট দেয়ার বদলে, বরং অনিষ্টকারীকে মাফ করে দিতেন এবং প্রকাশ্যেও তার প্রতি ক্ষমাসুলভ আচরণ করতেন। (২৫)
উম্মুল মুমিনিন সাফিয়্যা বিনতে হুয়াই (রাঃ) বলেন, 'আমি রাসুলুল্লাহ ﷺ -এর চেয়ে উত্তম চরিত্রের কাউকে দেখিনি।' (২৬)
আনাস (রাঃ) বলেন, 'আল্লাহর কসম, আমি নয় বছর রাসুলুল্লাহ ﷺ -এর খিদমত করেছি। এই দীর্ঘ সময়ে কোনো দিন এমন হয়নি যে, আমি কোনো কাজ করেছি আর তিনি আমাকে বলেছেন, "এই কাজ কেন করেছ?" কিংবা আমি কোনো কাজ করিনি আর তিনি বলেছেন, "এই কাজ কেন করোনি?"' (২৭)
আনাস (রাঃ) আরেক হাদিসে বলেন, 'রাসুলুল্লাহ ﷺ সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। একবার তিনি আমাকে একটি কাজে পাঠান। আমি বলি, আল্লাহর কসম, আমি যাব না। কিন্তু আমার অন্তরে ছিল, রাসুলুল্লাহ ﷺ যে কাজে আমাকে পাঠাচ্ছেন, আমি যাব। তারপর আমি বের হয়ে হাঁটতে থাকি। একসময় বাজারে খেলাধুলারত কিছু ছেলেদের পাশ দিয়ে যাই। হঠাৎ রাসুলুল্লাহ ﷺ পেছন থেকে আমার ঘাড় ধরেন। আমি তাঁর দিকে তাকিয়ে দেখি তিনি হাসছেন। তিনি বলেন:
يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ؟
"আদরের আনাস, আমি যেখানে যেতে বলেছিলাম, তুমি কি সেখানে গিয়েছ?" আমি বলি, "হাঁ, আমি যাচ্ছি হে আল্লাহর রাসুল!"' (২৮)
🟩 ক্ষমা ও সহিষ্ণুতায় তিনি আদর্শ:
আল্লাহ তাআলা বলেন:
فَبِمَا رَحْمَةٍ مِنَ اللهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَا نُفَضُّوا مِنْ حَوْلِكَ
'আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল-হৃদয় হয়েছিলে। যদি তুমি রূঢ় ও কঠিনচিত্ত হতে, তবে তারা তোমার আশপাশ হতে সরে পড়ত।' (২৯)
আনাস (রাঃ) বলেন, 'একবার আমি রাসুলুল্লাহ ﷺ-এর সঙ্গে যাচ্ছিলাম। তখন তাঁর গায়ে মোটা পাড়ের একটি নাজরানি (৩০) চাদর ছিল। এক বেদুইন তাঁর কাছে এসে চাদর ধরে হেঁচকা টান দেয়। আমি দেখি, এই প্রচণ্ড টানের ফলে তাঁর কাঁধ ও ঘাড়ের মধ্যবর্তী স্থানে চাদরের পাড়ের দাগ বসে যায়। তারপর সে বলে, "তোমার কাছে আল্লাহর যে সম্পদ আছে, তা থেকে আমাকে কিছু দিতে বলো।" রাসুলুল্লাহ ﷺ তার দিকে তাকিয়ে হাসেন এবং তাকে কিছু দেওয়ার আদেশ দেন।' (৩১)
🟩 হায়া ও লজ্জায় তিনি আদর্শ:
আবু সাইদ খুদরি (রাঃ) বলেন, 'রাসুলুল্লাহ ﷺ অন্তঃপুরের কুমারী মেয়ের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন। কোনো অপছন্দনীয় জিনিস তাঁর চোখে পড়লে ব্যাপারটি আমরা তাঁর চেহারা দেখেই বুঝতে পারতাম।' (৩২)
📮 টীকা:
(২৪) সুরা আল-কলাম, ৬৮: ৪।
(২৫) সহিহু মুসলিম: ৭৪৬। আয়িশা থেকে বর্ণিত।
(২৬) সহিহুল বুখারি: ৩৫৫৯, সহিহু মুসলিম: ২৩২১। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত।
(২৭) সুনানুত তিরমিজি: ২০১৬। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। ইমাম তিরমিজি এ বলেছেন, 'হাদিসটি হাসান সহিহ।'
(২৮) আল-মুজামুল আওসাত লিত তাবারানি: ২৫৭৮। ইবনে হাজার বলেন, 'হাদিসটির সনদ হাসান।' (ফাতহুল বারি: ৫৭৫/৬)
(২৯) সুরা আলি-ইমরান, ৩: ১৫৯।
(৩০) 'নাজরান' সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইয়ামানের সীমান্তবর্তী একটি প্রদেশ।
(৩১) সহিহুল বুখারি: ৩১৪৯, সহিহু মুসলিম ১০৫৭।
(৩২) সহিহুল বুখারি: ৬১০২, সহিহু মুসলিম: ২৩২০।
বই: যেমন ছিলেন তিনি ﷺ
পৃষ্ঠা: ৪৫-৪৭