ঘরে পড়ে ইশরাক আদায় করলে কি পূর্ণ সওয়াব মেলে?
ফজরের নামাজ জামাতে আদায়ের পর যদি কেউ কোনো ইসলামসম্মত প্রয়োজনে মসজিদ ত্যাগ করে এবং পরে ফিরে এসে ইশরাকের নামাজ আদায় করে, তাহলে নামাজটি আদায় তো হবে, তবে হাদিসে বর্ণিত পূর্ণ ফজিলত—যা একজন উমরা ও হজ আদায়কারীর সমান সওয়াব—তা পাওয়া যাবে না।