মসজিদে ফজরের নামাজ জামায়াতে আদায়ের পর মসজিদ ছেড়ে বাইরে গিয়ে পরে আবার মসজিদে এসে ইশরাকের নামাজ পড়লে তা আদায় হবে কি এবং পূর্ণ ফজিলত পাওয়া যাবে কি? নিজ গৃহে গিয়ে ইশরাকের নামাজ আদায় করলে তার সওয়াব কী হবে? রাসুলুল্লাহ (সা.) কি কখনও নিজ গৃহে বা অন্যত্র ইশরাকের নামাজ আদায় করেছেন?
উত্তর:
ফজরের নামাজ জামাতে আদায়ের পর যদি কেউ কোনো ইসলামসম্মত প্রয়োজনে মসজিদ ত্যাগ করে এবং পরে ফিরে এসে ইশরাকের নামাজ আদায় করে, তাহলে নামাজটি আদায় তো হবে, তবে হাদিসে বর্ণিত পূর্ণ ফজিলত—যা একজন উমরা ও হজ আদায়কারীর সমান সওয়াব—তা পাওয়া যাবে না।
এই ফজিলত পেতে হলে ফজরের নামাজের পর মসজিদে অবস্থান করতে হবে এবং জিকির-আজকার বা কোরআন তিলাওয়াত ইত্যাদিতে সময় কাটাতে হবে। এরপর সূর্য উদিত হওয়ার প্রায় ১০-১৫ মিনিট পর (যখন সূর্য স্পষ্টভাবে উঠে যায়) দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করতে হবে।
রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতি আমল ছিল, তিনি ফজরের নামাজ জামাতে আদায়ের পর মসজিদেই অবস্থান করতেন এবং সূর্যোদয়ের পর ইশরাক নামাজ আদায় করতেন। তিনি সাধারণত এ সময় মসজিদেই জিকিরে মশগুল থাকতেন এবং ইশরাকের নামাজ পড়ে তবেই বাড়ি ফিরতেন।
তথ্যসূত্র:
ফতওয়া প্রদানকারী প্রতিষ্ঠান:
ইসলামিক রিসার্চ সেন্টার, বাংলাদেশ (বসুন্ধরা, ঢাকা)