বিশেষ প্রতিবেদন

গণঅভ্যুত্থানোত্তর সময়েও জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপনের দায়সারা প্রস্তুতি!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপনে এবার তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ আয়োজন শুরু হবে আগামী ২৫ মে। কুমিল্লা ও ত্রিশালে থাকবে মূল আয়োজন। স্মারক বক্তৃতা ও স্মরণিকাসহ এই আয়োজনগুলোয় প্রাধান্য পাবে নজরুলের জীবনদর্শন। নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ফুটে উঠবে সবকিছু। সংস্কৃতিবিষয়ক মন্ত্রাণালয়ের নানা অধিদপ্তর ও জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও নানা অনুষ্ঠানের আয়োজন করবে। আগের সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় ও সহযোগী প্রতিষ্ঠানগুলো নজরুলের জন্মজয়ন্তী ও মৃত্যু দিবসে দায়সারা গোছের ছোট্ট পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করত। অবস্থাদৃষ্টে মনে হয়, এবারও তার ব্যত্যয় ঘটবে না। এ দেশে নজরুল চর্চাকে যতঠুকু সম্ভব চাপা রাখা যায়, নজরুলের দর্শনকে যেভাবেই হোক যতটুকু দমিয়ে রাখা যায়- এ প্রচেষ্টা এখনো অব্যাহত আছে বলে প্রতীয়মান হচ্ছে।

শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী একটি জীবন, একটি ইতিহাস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ৯ম শাহাদাতবার্ষিকী আজ রোববার। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে মিথ্যা অভিযোগ ও সাজানো সাক্ষীর ভিত্তিতে প্রহসনের বিচারের মাধ্যমে এ দিন তাকে হত্যা করে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন, শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব, বিভিন্ন দেশের সমালোচনা ও ফাঁসি কার্যকর না করার অনুরোধ উপেক্ষা করে নির্মমভাবে ২০১৬ সালের এই দিনে তাঁকে হত্যা করে জুলুমবাজ সরকার। ফরমায়েশী তদন্ত, অসংলগ্নতা তথ্য উপাত্ত প্রদানও বেআইনীভাবে হত্যার আয়োজন চূড়ান্ত করা হয়।

৫ মে শাপলা গণহত্যা দিবস; খুনির বিচার ও শহীদদের তালিকা প্রসঙ্গ

মবজাস্টিজ শব্দটি সম্প্রতি বেশ পরিচিতি পেয়েছে। মবজাস্টিজ বলে এখন ঠোঁট কাঁপায় অনেকে। খেয়াল করলে দেখা যাবে যারা এ নিয়ে বেশি উচ্চ বাচ্য করছে তারাই বাংলাদেশে মবজাস্টিজকে প্রতিষ্ঠিত করেছে স্লোগান তুলে, গণজমায়েত করে, অবস্থান করে এবং তা করেছে সরকারি মদদে। গ্রামে শালিশ দরবার হয়। শালিশ দরবারের মাতব্বরগণ অনেকে থাকে নিরক্ষর। কিন্ত তারাও শহুরে রাজনৈতিক শিক্ষিতদের তুলনায় অনেক বোধ সম্পন্ন। তাদের কাউকে যদি রায় নির্ধারণ করে বিচার মানেন, তারা তা গ্রহণ করবেন না, সে শালিশ তারা করবে না। রায় আপনি দিয়ে দিলে তাদের করণীয় কী থাকে?

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল