কথা বললে গ্রেপ্তার, প্রতিবাদ করলে গুম আর রাজপথে নামলে গুলি - এই নিয়মে মিশরে ৩০ বছর স্বৈরশাসন চালান হোসনি মোবারক।
২০১১ সালে গণঅভ্যুত্থানে পতন হয় মোবারকের। তার কয়েক মাস পর ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি।
প্রথমবারের মতো গণতন্ত্র পেয়ে এটা চাই, ওটা চাই, এরকম সংবিধান চাই, ওরকম সংবিধান চাই, ডানপন্থি নিপাত যাক, বামপন্থি নিপাত যাক - এসব আন্দোলন করতে করতে এক পর্যায়ে বামপন্থিরা দাবি তুলল মুরসিকেই চাই না।