19 ঘণ্টা আগে
সফল সাহাজুল
যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মোহনপুর শাখা থেকে ২০২৩ সালে মোহনপুর উপজেলার গোছা গ্রামের সাহাজুল ইসলাম কে ১টি মা ছাগল দেওয়া হয়েছিল। মা ছাগলটি প্রথম বার ১টি মেয়ে বাচ্ছা দেয় এবং বাচ্ছাটি মায়ের দুধ পেট পুড়ে খাবার পর ও প্রতিদিন দেড় কেজি দুধ দোহন করে বিক্রি করে ১২,০০০ টাকা আয় করতে সক্ষম হয়েছেন।