জাতীয়

ফেনীতে বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ

ভারি বর্ষণ ও উজানের ঢলে ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাত দেড়টা পর্যন্ত নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকে। বাঁধ ভেঙে যাওয়ার ফলে মুহূর্তেই লোকালয়ে পানি ঢুকে পড়ে। পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় দুটি, অলকা গ্রামে তিনটি, শালধর এলাকায় একটি, গদানগর ও সাতকুচিয়ায় তিনটি এবং বেড়াবাড়িয়ায় একটি বাঁধ ভেঙেছে। ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর, দেড়পাড়া ও দৌলতপুরে চারটি স্থান ভেঙে গেছে। মধ্যম ধনীকুন্ডা এলাকার বাসিন্দা বিবি রহিমা জানান, সন্ধ্যার পর ঘরে পানি ঢুকতে শুরু করে। কিছু জিনিসপত্র নিয়ে ছাদে উঠে আশ্রয় নিই। গেল বছর সবকিছু পানিতে নষ্ট হয়েছিল। এবারও একই দুর্ভোগ। রফিকুল ইসলাম নামের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে বল্লামুখা বাঁধ সময়মতো মেরামত হয়নি। প্রতিবছরই কিছু মানুষের দায়সারা কাজের কারণে হাজারো মানুষ ভোগে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, ভাঙনের কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মানুষজন এখনও আশ্রয় কেন্দ্রে আসতে চাইছে না। মাঠপর্যায়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে: অ্যাটর্নি জেনারেল

টর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। শনিবার (৫ জুলাই) তিনি এসব কথা বলেন। মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে। কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। মব ইস্যু নিয়ে আসাদুজ্জামান বলেন, এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়। বরং, গত ১৭ বছরের ক্রোধ। তবে, এই ক্রোধ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্ট ফিরে আসার আশঙ্কা নেই মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাইদ কোন রাজনৈতিক দলের না। জুলাইয়ের শহীদরা কোন রাজনীতির কেউ না। তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিল। তারা সবাই নাগরিক প্রতিনিধি।

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দেশের মানুষ মুখিয়ে আছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় এদেশের মানুষ মুখিয়ে আছে। আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না।’ তিনি বলেছেন, ‘বর্তমানে আমরা কিছু আলামত দেখতে পাচ্ছি। যারা এ ধরনের অপকর্মের জন্য চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে শতভাগ সফল করব, ইনশাআল্লাহ।’ শনিবার (৫ জুলাই) সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড ও পদুয়ারবাজার বিশ্বরোডে পৃথক দু’টি পথ সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘ জাতি এখানে কাউকে ছাড় দিবে না। আমরাও দিতে চাই না। এদেশের ছাত্র, যুবক ও শ্রমিক অতীতে যেমন নিজেদের বুকের রক্ত দিয়ে অধিকার কায়েমের জন্য লড়াই করেছে তারা আবারো শতভাগ সফলতার জন্য লড়াই চালিয়ে যাবে।’

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টি নেতা ডা: দিদার

গঠনের নীতি ও আদর্শকে ভালোবেসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার নেতা ডা: দিদারুল আলম। শুক্রবার (৪ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দিদারুল আলম ‎জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক। তিনি সীতাকুণ্ড কামিল মাদরাসা ও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হকের নাতি ও বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। জামায়াতে যোগ দেয়ার বিষয়ে ডা: দিদারুল আলম বলেন, ‘আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি এখন জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। যতদিন বেঁচে থাকব ততদিন জামায়াতের সাথে থেকে ইসলামের খেদমত করব।’

ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না : রিপন

ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের ফিরে আসার কোন সুযোগ নাই। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সারাদেশের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দ্রুত সৃষ্টি করার দাবিতে’ প্রতীকী তারুণ্য সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ‘তৃণমূল নাগরিক আন্দোলন’। আসাদুজ্জামান রিপন বলেন, ‘জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে। বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার বিষয় নয়। তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের ফিরে আসার কোন সুযোগ নাই।’

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল