"নিন্দার কাঁটা যদি না বিধঁলো গায়ে
প্রেমের কী স্বাদ আছে বলো?
কলঙ্ক না লাগে যদি....
ভালোবেসে লাগে কী ভালো...."
কিংবদন্তি কন্ঠশিল্পী ফরিদা পারভীনের গাওয়া
শ্রদ্ধেয় গীতিকার আবু জাফরের লেখা এ গানটি যতবারই শুনি আমার লোম কূপগুলি খাড়া হয়ে যায়। অন্যরকম একটা আবেগে শিহরিত হয়ে ওঠে আমার দেহমন। যদিও গানটির কিছু কথার সাথে আমি একমত নই।তথাপি এ গানটি আমাকে আপ্লুত করে।উজ্জিবীত করে যে বিশ্বাস আর আদর্শ বুকের গভীরে লালন করি সে আদর্শের পথে মানুষকে দ্বীধাহীন চিত্তে ডাকতে। এ পথে মানুষকে ডাকতে গিয়ে যে লোকনিন্দার কাঁটা অন্তরে বিঁধে তা আমার ভালোবাসার স্বাদ আস্বাদনে এক নতুন মাত্রা যোগ করে।
আপনি আপনার পরম প্রভু আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালোবাসেন। কায়মনোবাক্যে
প্রার্থনা করেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক। আপনার প্রচেষ্টায় তাগুতের গায়ে জ্বালাপোড়া হবেই আর এর প্রেক্ষিতে আপনার উপর নেমে আসবে দমন পীড়ন নির্যাতন।
আপনি বিশ্বমানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসেন। স্বপ্ন দেখেন পৃথিবীর বুকে তাঁর নীতি আর আদর্শে রাষ্ট্রব্যাবসাথা কায়েম করতে। তাহলে বাতিলপন্থি শয়তানের পূজারীরা আপনার উপর সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে।
আপনি আদর্শের রাজনীতি করেন। বুকের গভীরে একটি আদর্শকে লালন করেন। একটি সুন্দর শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখেন। চান করেন নির্যাতিত নিপিড়ীত মানবতা মুক্তিপাক জালিম শাসকের নাগপাশ থেকে। তাহলে আপনাকে দ্বিধাহীন চিত্তে মন খুলে মনের কথাটি লিখে যেতে হবে। তাতে তস্কর শাসকের যতই গাত্রদাহ হোকনা কেন।
যার ভালোবাসার গভীরতা যত বেশি তার কষ্টসয়ে কর্তব্য পালনের চেষ্টা ততবেশি। আপনি কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবি আপনি যে আদর্শের ই হোননা কেন, আপনি বিরুদ্ধবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যতক্ষন না পর্যন্ত দুঃসাহসে সত্য কথা বলতে না পারবেন ততক্ষন আদর্শ প্রেমের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবেন না।
আপনি দ্বীনের দায়ী ময়দানে হক্ব কথা বলতে গিয়ে বাতিল শক্তির ভয়ে আপনি যদি হক্ব কথা না বলেন তাহলে আপনি নিজের সাথেই বেশি প্রতারণা করলেন। নিজেকেই নিজের বিবেকের কাছে অপরাধী করে যাচ্ছেন। হক্ব কথা বলার ও কষ্ট সওয়ার যে অপার্থিব সুখ, তা থেকে আপনি বঞ্চিত হলেন।
রাসুল (সঃ) যে কালেমার দাওয়াত দিতে গিয়ে
অবর্ণনীয় নির্যাতন ভোগ করেছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন; আপনি সে কালেমার দাওয়াত দেন এসি রুমে বসে, তাগুতি সরকারের এমপিরা হয় সে মাহফিলের প্রধান অতিথি! আপনি কোন কালেমার দাওয়াত দিচ্ছেন আল্লাহ তাআলাই ভালো জানেন।
আপনি রাজনীতি করেন, পীর মুরিদী করেন, ওকালতি করেন, শিক্ষকতা করেন। হামলা মামলার ভয়ে চুপ থাকেন। আর কাউকে নয় নিজেকেই নিজে ঠকাচ্ছেন। আপনি অন্যের বিপদে এগিয়ে যাচ্ছেন না, আপনি যখন বিপদে পড়বেন তখন কাউকে পাশে পাবেন না।
আমি যখন আমার প্রতিপক্ষের দ্বারা বাঁধার সম্মুখীন হবো, সমস্যার সম্মুখীন হবো তখন বুঝতে পারবো আমার কবিতা, গান, গল্পে আমি প্রকৃত সত্য তুলে ধরতে পেরেছি। তখন যে কোন ধরনের কষ্ট বা ত্যাগ স্বীকার আমার সে প্রেমের রস আস্বাদন উপভোগে নতুন মাত্রা যোগ করবে। প্রকৃত প্রেমে যখন বাঁধা আসে প্রেমের গভিরতা আরো বাড়ে, আকর্ষণ তত গাঢ় হয়।
প্রিয় পাঠক আপনি যে আদর্শকে ভালোবাসেন সে আদর্শকে পৃথিবীর বুকে জয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যান। যদি বাঁধা আসে, আসে
লোকনিন্দা কিংবা অপবাদ তবেই বুঝবেন আপনার ভালোবাসা স্বার্থক। তখন যে প্রশান্তি অনুভব করবেন তা পৃথিবীর আর কোন সুখের সাথেই এর তুলনা হয়না।