জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করছে চট্টগ্রাম বন্দর। সোমবার সকালে থেকে কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে দ্বিতীয় দিনের মতো রোববার সব ধরনের কাজ বন্ধ ছিল চট্টগ্রাম কাস্টমস হাউসে। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিভক্ত করার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ব
ন্দরের চেয়েও ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো বা অফডক কর্তৃপক্ষকে। প্রতিটি অফডকের সামনে শত শত পণ্যবাহী পরিবহন দাঁড়িয়ে আছে। কাস্টমস ডকুমেন্ট রিসিভ না করায় পণ্য নামাতে পারছে না তারা।
এতদিন কাস্টমসে আন্দোলন চললেও গেট ও স্ক্যানিং শাখার কিছু কর্মকর্তা কাজ করায় পুরোনো মালামাল ডেলিভারি চলছিল। গতকাল সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা একযোগে কাজ বন্ধ করে দেন। এতে বন্দরের ডেলিভারি ও জাহাজীকরণ কার্যক্রমও বন্ধ হয়ে যায়।