উত্তরপ্রদেশ সরকার নেপাল সীমান্তসংলগ্ন এলাকায় মাদ্রাসা ও ইসলামিক স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী, সরকারি জমিতে নির্মিত এবং বৈধ কাগজপত্রবিহীন মাদ্রাসা, মসজিদ, মাজার ও ঈদগাহগুলো সিল করে দেওয়া হচ্ছে বা ভেঙে ফেলা হচ্ছে। ১৪ মে পর্যন্ত মোট ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার ও ছয়টি ঈদগাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের দাবি, কিছু মাদ্রাসায় অবৈধ কর্মকাণ্ড, যেমন জাল নোট ছাপানোর মতো কাজ হচ্ছে। মন্ত্রী ওমপ্রকাশ রাজভর বলেছেন, যারা শুধু শিক্ষা দিচ্ছেন তাদের ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যেখানে অন্য কিছু হচ্ছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে মাদ্রাসা পরিচালকরাসহ স্থানীয় মুসলিম সমাজের অভিযোগ, এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সংখ্যালঘুদের দমন করার জন্যই এই অভিযান চালানো হচ্ছে। সমাজবাদী পার্টির নেতারা অভিযোগ করেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা ও ধর্মীয় অধিকারকে পদদলিত করা হচ্ছে। অখিলেশ যাদব প্রশ্ন তুলেছেন, এসব অবৈধ স্থাপনা যদি সত্যিই থাকে, তবে প্রশাসন আগে কেন ব্যবস্থা নেয়নি।
বাহরাইচ জেলার রূপাইডিহা সীমান্তের নিকটবর্তী এলাকায় ৪৯৫টি দখলকৃত স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং এর মধ্যে অনেক মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে। কিছু জায়গায় মাদ্রাসার জমির কাগজপত্র ঠিক থাকলেও স্বীকৃতি না থাকায় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম থেমে গেছে। কেউ কেউ যেমন কায়সার জাহান, চিকিৎসক হতে চাইলেও এখন আর পড়াশোনার সুযোগ পাচ্ছে না, পরিবারিক কাজে সময় দিতে হচ্ছে।
সরকার বলছে, ধর্মভিত্তিক সব প্রতিষ্ঠানই এই অভিযানের আওতায় আছে, কিন্তু বাস্তবে সরকারি বিবৃতিতে কেবল মাদ্রাসা ও ইসলামিক স্থাপনাগুলোর কথাই উঠে এসেছে। বিরোধীরা বলছে, এই পদক্ষেপ একটি বৃহত্তর সাম্প্রদায়িক রাজনীতির অংশ। স্বীকৃতিহীন মাদ্রাসাগুলোর জন্য সরকার অনলাইন পোর্টাল চালুর কথা বললেও এখনো তা কার্যকর হয়নি।
এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের অভিযানটি আইন-শৃঙ্খলা ও জমির সুরক্ষার উদ্যোগ হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থা ও সামাজিক ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলছে। অনেকেই একে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভাজনমূলক নীতি হিসেবে দেখছেন, যা উত্তরপ্রদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গুমের শিকার ব্যক্তিদের রোমহর্ষক নির্যাতনের বর্ণনা
মাত্র ১৬ দিনে ভারতে মুসলিমদের বিরুদ্ধে ১৮৪ হামলা: এপিসিআর রিপোর্ট
ধর্মীয় বৈষম্যের প্রশ্নে উত্তাল ভারত: মোদীর বিরুদ্ধে ২৮০ মসজিদ-স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আয়নাঘরে বন্দীদের কষ্টের গল্পে আবেগাপ্লুত ক্যারি কেনেডি