ইসরাইলি অবরোধে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় গাজা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। মৃত্যু, অনাহার ও অবহেলার করুণ চিত্র প্রতিদিন প্রকট হয়ে উঠছে। শিশুদের ক্ষুধার্ত কান্না, আহতদের আর্তনাদ ও পুড়ে যাওয়া শরীরের চিকিৎসার জন্য আকুতি যেন থামার নয়। টানা ৫০ দিনেরও বেশি সময় ধরে এক ফোঁটা ত্রাণও প্রবেশ করেনি গাজায়।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ)-র প্রধান জোনাথন হুইটল সতর্ক করে বলেছেন, ইসরাইলের পূর্ণ অবরোধ গাজাকে ঠেলে দিয়েছে দুর্ভিক্ষের সর্বোচ্চ পর্যায়ে। তিনি বলেন, “খাদ্য, পানি এবং ওষুধের প্রবেশ বন্ধ। দুই মাস ধরে চলা অবরোধে গাজার মানুষ এখন ধীরে ধীরে অনাহারে মৃত্যুর দিকে এগোচ্ছে। যারা বোমা ও গুলিতে প্রাণ হারাচ্ছে না, তারা মরছে ক্ষুধা ও চিকিৎসার অভাবে।”
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) জানিয়েছে, তাদের গাজায় মজুতকৃত খাদ্য পুরোপুরি শেষ হয়ে গেছে। বর্তমানে কোনো খাদ্য বিতরণ কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টি মারাত্মক আকার ধারণ করেছে। ১৬ বছরের নিচের শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। হাসপাতালগুলোতেও ব্যথানাশক ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসকরা অসহায় হয়ে পড়েছেন। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল।
এদিকে, মানবিক বিপর্যয়ের মধ্যেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। রোববার আলজাজিরা জানিয়েছে, গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে বোমা হামলায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসের জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মধ্য গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনেও বোমা হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। রাফাহ শহরে একাধিক বাড়ি ভেঙে ফেলা এবং কিছু বাড়ি ঘিরে রাখারও অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫২ হাজার ২৪৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জন আহত হয়েছেন।
বিশ্ব সম্প্রদায়ের নিরবতায় গাজার মানবিক বিপর্যয় প্রতিদিন আরও গভীর হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
গুমের শিকার ব্যক্তিদের রোমহর্ষক নির্যাতনের বর্ণনা
উত্তরপ্রদেশে আগ্রাসন চলছে: মসজিদ-মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান
মাত্র ১৬ দিনে ভারতে মুসলিমদের বিরুদ্ধে ১৮৪ হামলা: এপিসিআর রিপোর্ট
ধর্মীয় বৈষম্যের প্রশ্নে উত্তাল ভারত: মোদীর বিরুদ্ধে ২৮০ মসজিদ-স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ