আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলায় ১৯টি স্থানে অস্থায়ীভাবে কোরবানির পশুর হাট বসবে। উপজেলা প্রশাসন এসব হাটের অনুমোদন দিয়েছে। বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
এই হাটগুলো উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটিতে বসবে। বাকই দক্ষিণ ইউনিয়নে বসবে আসরা বাজার ও অশ্বদিয়া বাজারে। মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে রাজাপুর, মাওলানা সাহেব বাজার এবং শ্রীয়াং বাজারে হাট বসানো হবে। কান্দিরপাড় ইউনিয়নে থাকবে নৈরপাড়, কামড্ডা এবং কান্দিরপাড় পরিষদের সংলগ্ন মাঠে হাট। গোবিন্দপুর ইউনিয়নে ইছাপুরা বাজার, গোবিন্দপুর বাজার এবং দোখাইয়া কমিউনিটিতে হাট বসবে।
উত্তরদা ইউনিয়নে হাট বসবে চন্দনা বাজার, নাড়ীদিয়া, আতাকরা বাজার এবং হারাখাল ইসলামি মাদ্রাসা সংলগ্ন মাঠে। আজকরা ইউনিয়নে হাট বসবে কৃষপুর এলাকা এবং আজকরা বাজারে। লাকসাম পূর্ব ইউনিয়নে বসবে নরপাটি বাজার ও ফুলগাঁও বাজার মাঠে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এসব অস্থায়ী হাটগুলো নিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ঈদ উপলক্ষে পশু কেনাবেচা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।