আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, ইতোমধ্যে আওয়ামী লীগের দুটি মিছিলে অংশ নেওয়া ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে ভবিষ্যতে মিছিল প্রতিরোধে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগ ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করছে, যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধকরণ ও বিচারের দাবি উঠেছে।
শুক্রবার উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
পুলিশ সদস্যদের বদলি সংক্রান্ত এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “বদলির পরও কেউ আগের কর্মস্থলে থাকলে স্পেসিফিক তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবারের কথা বিবেচনায় নিচের পর্যায়ের সদস্যদের একই বিভাগে রাখার বিষয়ে ভাবছি।”
তিনি আরও বলেন, “পরিবার থেকে দূরে থাকলে পুলিশ সদস্যদের ছুটিতে সমস্যা হয়। তারা মাত্র ২০ দিন ছুটি পায়, যা অনেক সময় বাস্তবে দিতে পারি না। এজন্য তাদের সুবিধার্থে বিভাগভিত্তিক পদায়নের বিষয়ে আলোচনা চলছে।”
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।
অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে নীলফামারীর জনসভায় ডা. শফিকুর রহমান
গণহত্যার বিচার ও আওয়ালীগকে নিষিদ্ধ করে জাতীয় সরকার গঠনের দাবী জুলাই মঞ্চের
ভরা মৌসুমেও দ্বিগুণ দামে পেঁয়াজ, পুরোনো সিন্ডিকেটই কি ফের সক্রিয়?
বৈদেশিক দেনা পরিশোধে ডিসেম্বরকে লক্ষ্য করে কর্মপরিকল্পনা
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না