বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মঙ্গলবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও বিশেষ করে রাশিয়া থেকে গম আমদানি বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশে খাদ্যশস্য—বিশেষ করে গম ও সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। তবে বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে।” তিনি জানান, দেশের বাৎসরিক গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যার মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন দেশেই উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ মেট্রিক টন আমদানির প্রয়োজন হয়।
তিনি আরও বলেন, “রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। দুই দেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর করতে অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে হবে।”
বৈঠকে খাদ্য সচিব মাসুদুল হাসান এবং ঢাকায় রাশিয়ার দূতাবাসের কাউন্সিলর ভ্লাদিমির মোখালভ উপস্থিত ছিলেন।