সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি মাত্রার ভারি বর্ষণও হতে পারে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টায় প্রকাশিত ১২ ঘণ্টার বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। গরম কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি রয়ে যাবে।
আবহাওয়া অধিদফতর জানায়, দেশে এখনো পুরোপুরি মৌসুমি বায়ু সক্রিয় হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় এর প্রভাব দেখা গেলেও রাজধানী ঢাকায় এখনো তা পৌঁছায়নি। ফলে বর্ষা মৌসুম শুরুর জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে,
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
তাপপ্রবাহের প্রসঙ্গে বলা হয়েছে,
টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আজ ঢাকায় ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। আজকের দিনে ঢাকার তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।