জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল। তবে সিরিজ শুরুর আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও নিশ্চিত নয়, কোথায় দেখা যাবে ম্যাচগুলো। কারণ, এখনো পর্যন্ত এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি বছরের ১৯ মার্চ বিসিবি এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য আগ্রহপত্র (ইওআই) আহ্বান করে, যেখানে আর্থিক প্রস্তাবও চাওয়া হয়। আগ্রহপত্র জমার শেষ তারিখ ছিল ৭ এপ্রিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই প্রস্তাব জমা দেয়নি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো টিভিতে সম্প্রচার হয়েছে টি-স্পোর্টস ও জিটিভিতে, মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মাধ্যমে গত বছরের অক্টোবরে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। বিজ্ঞাপন বাজারে মন্দা থাকার কারণে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামও নতুন করে আগ্রহ দেখায়নি বলে জানা গেছে। ফলে বাংলাদেশের এই হোম সিরিজের সম্প্রচারে ‘মিডিয়া ব্ল্যাকআউট’-এর শঙ্কা দেখা দিয়েছে।
তবে বিসিবির সামনে এখনও একটি বিকল্প পথ খোলা রয়েছে। শেষ মুহূর্তে যদি সম্প্রচার স্বত্ব বিক্রি করা না যায়, তবে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ম্যাচগুলো সম্প্রচারের ব্যবস্থা করা হতে পারে।
এই সংকট কেবল জিম্বাবুয়ে সিরিজেই সীমাবদ্ধ নয়। বিসিবি গত ১১ মার্চ ২০২৭ সালের জুন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হোম সিরিজগুলোর বৈশ্বিক সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য পরামর্শদাতা প্রতিষ্ঠান নিয়োগে আগ্রহপত্র আহ্বান করেছিল। কিন্তু তাতেও কোনো সাড়া মেলেনি। ফলে বোর্ডের সামনে বড়সড় সমস্যা দেখা দিয়েছে।
এর পাশাপাশি বিপিএলের সম্প্রচার স্বত্ব ও টিভি প্রোডাকশন চুক্তিগুলোর মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। বর্তমানে বিসিবির হাতে রয়েছে কেবল হোম প্রোডাকশন সার্ভিস ও মাঠ ব্যবস্থাপনার চুক্তি, যা ২০২৭ সাল পর্যন্ত বৈধ। তবে হোম সিরিজগুলোর কোনো বৈশ্বিক সম্প্রচার স্বত্ব বিসিবির হাতে নেই, যা ভবিষ্যতে আরও বড় সংকট ডেকে আনতে পারে।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না