আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বাজারে নতুন নকশার ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে (টাঁকশাল) এরই মধ্যে এই নোটগুলোর ছাপার কাজ প্রায় শেষ পর্যায়ে।
নতুন এই নোটগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো—এগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এর পরিবর্তে জুলাই অভ্যুত্থানের প্রতীকী গ্রাফিতি এবং পূর্ববর্তী নকশা ফিরিয়ে আনা হচ্ছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “ঈদের আগেই নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নোট ছাপার কাজ প্রায় সম্পন্ন। তবে কোন নোট কবে আসবে, তা এখনও নির্ধারিত হয়নি।”
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফায় ২০ টাকার নোটের ছাপার কাজ শেষের পথে। এটি আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। এরপর পর্যায়ক্রমে ৫০ ও ১০০০ টাকার নোট আসবে।
তিনি আরও জানান, নতুন নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য আঞ্চলিক অফিসে পাঠানো হবে, পরে তা বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরবরাহ করা হবে। ঈদের ছুটির আগেই সীমিত পরিমাণে এই নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি স্বীকার করেন, “চাহিদার তুলনায় নোটের সংখ্যা কম।”
উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে বিতর্কের জেরে গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক একটি চিঠির মাধ্যমে সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়। সেই থেকে নতুন নোটের সরবরাহ বন্ধ থাকায় বাজারে পুরোনো, ছেঁড়া নোটের পরিমাণ বেড়ে যায়।