বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রার চতুর্থ দিনের (৩ জুন) অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে আজ শনিবার (২৫ মে)। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এবারের টিকিট বিক্রি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হচ্ছে, ফলে কাউন্টার বা স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।
এর আগে ৩১ মে ও ১-২ জুনের টিকিট যথাক্রমে ২১, ২২ ও ২৩ মে বিক্রি হয়েছে। আগামী ২৬ মে বিক্রি হবে ৫ জুনের টিকিট এবং ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের টিকিটকে বিশেষ অগ্রিম টিকিট হিসেবে গণ্য করা হচ্ছে এবং এই টিকিটগুলো ফেরতযোগ্য নয়। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যগামী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা এবার ৩৩ হাজার ৩১৫টি।
টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের eticket.railway.gov.bd ওয়েবসাইট বা রেলসেবা অ্যাপ ব্যবহার করতে বলা হয়েছে। যাত্রার দিন স্টেশনে নির্ধারিত সময়ের অনেক আগে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা ও প্রযুক্তিগত জটিলতা থাকায় অনেকেই টিকিট পেতে সমস্যায় পড়তে পারেন, তাই ধৈর্য ও সতর্কতার সঙ্গে অনলাইনে প্রবেশ করার কথা বলা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ টিকিট কালোবাজারি ও দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং যাত্রীদের শুধুমাত্র নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করে টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।