দাবি-দাওয়া আদায়ে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড - এনবিআর’র কর্মকর্তা কর্মচারীরা।
তবে দুপুর ১২টায় কর্মসূচি শুরুর হওয়ার পর থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর সেসময় থেকেই ভবনটিতে কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারী এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ডেপুটি কমিশনার পদমার্যাদার ওই কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অন্যদিনের মতোই আজও ১২টা থেকে পাঁচটা পর্যন্ত কর্মসূচির ডাক দেয়া হয়। আর এই কর্মসূচি বন্ধ করার জন্যে ১২টার আগে থেকেই পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
এ নিয়ে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক (ওসি) বিবিসি বাংলাকে বলেন, চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর ঐক্য পরিষদ অবস্থান কর্মসূচির ডাক দেয়।
“এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে,” বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পুলিশ সেখানে অবস্থান করবে বলেও জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার আন্দোলনকারীদের সাথে বৈঠকের আহ্বান জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এই দাবিকে অবশ্য “মিসইনফরমেশন” বলেন ওই এনবিআর কর্মকর্তা।
বিবিসিকে তিনি বলেন, “চেয়ারম্যান মহোদয়ের পরিচিত যে ক’জন ওই অধ্যাদেশের পক্ষের লোক ছিলেন শুধু তাদের নিয়ে ‘সংস্কার সমন্বয় কমিটি’ নামের একটি বিতর্কিত কমিটি করা হয়েছে, যেটাকে আমরা অলরেডি প্রত্যাখ্যান করেছি”।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে গত ২৬ মে ঘোষণা দেয় সরকার।
এই কর্মকর্তার দাবি, সেসময় আন্দোলন থেকে সরে আসার পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের বদলিসহ নানা হয়রানি করা হয়েছে।
আর পরিস্থিতি যেন আরও খারাপ হয় আর “সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর বিষয়টি প্রমাণ করার” উদ্দেশ্যেই আজকের পদক্ষেপগুলো নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।