ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে শহরটির একিউআই (Air Quality Index) স্কোর ছিল ১৭৮, যা “অস্বাস্থ্যকর” হিসেবে শ্রেণীবদ্ধ। এই মাত্রার দূষণ বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসপ্রশ্বাসজনিত রোগে আক্রান্তদের জন্য।
এই স্কোর অনুযায়ী বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার (PM2.5 এবং PM10) পরিমাণ আশঙ্কাজনকভাবে বেশি, যা ফুসফুসে প্রবেশ করে নানা ধরনের শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে।
এসময় পাকিস্তানের লাহোর, চীনের উহান এবং ভারতের দিল্লি যথাক্রমে ১৭৪, ১৬৫ ও ১৬৪ স্কোর নিয়ে ঢাকার পরপর অবস্থান করছে।
একিউআই স্কোর সাধারণত পাঁচটি দূষণ উপাদানের ভিত্তিতে নির্ধারিত হয়—PM2.5, PM10, নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂), সালফার ডাইঅক্সাইড (SO₂), কার্বন মনোক্সাইড (CO), এবং ওজোন (O₃)। ১৫১–২০০ একিউআইকে “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচনা করা হয়, যার মানে হচ্ছে—এটি সকল মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ঢাকার বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই একটি গুরুতর সমস্যা। সাধারণত শীতকালে দূষণের মাত্রা বেড়ে যায়, কারণ তখন ধুলাবালি, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজের প্রভাব বেশি থাকে এবং বৃষ্টিপাত না থাকায় দূষণ জমতে থাকে। বর্ষাকালে পরিস্থিতি কিছুটা উন্নত হয় বৃষ্টির কারণে।
বর্তমানে যে মাত্রার দূষণ হচ্ছে, তাতে বিশেষজ্ঞরা জনসাধারণকে দীর্ঘ সময় বাইরে না থাকা, মাস্ক ব্যবহার করা এবং শিশু ও বৃদ্ধদের ঘরে রাখার পরামর্শ দিচ্ছেন।
সূত্র : ইউএনবি