বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এ তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার AQI স্কোর ১৯৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৬০) এবং চতুর্থ স্থানে রয়েছে চীনের চেঙডু শহর, যার স্কোর ১৫৪। একিউআই এর মানদণ্ড অনুযায়ী, স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।
ঢাকা বহুদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। বিশেষ করে শীতকালে শহরটির বাতাসের মান ভয়াবহভাবে খারাপ হয়ে পড়ে, তবে বর্ষাকালে কিছুটা উন্নতি দেখা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD), ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষ মারা যান।
এই পরিস্থিতি ঢাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিচ্ছে।