২৯ জুন দুপুরে কয়েক মিনিটের হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে বাগেরহাট পৌরসভার অভ্যন্তরীণ এলাকা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, গলি ও বাজার এলাকাগুলো হাঁটুসমান পানিতে ডুবে যায়। ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটে পানি ঢুকে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
এ বিষয়ে স্থানীয় এক দোকানদার বলেন, “প্রতি বছর এই সময় এলেই দোকানে পানি ঢুকে পড়ে। মালামাল রক্ষা করতে হিমশিম খেতে হয়। পৌরসভা শুধু আশ্বাস দেয়, কাজ করে না।”
অবাক করা তথ্য হলো— শহরের কিছু এলাকায় রাস্তায় জমে থাকা পানিতে স্থানীয় কয়েকজনকে জাল হাতে মাছ ধরতে দেখা গেছে। বিষয়টি একদিকে যেমন হাস্যকর, অন্যদিকে তা পৌরসভার নাজুক পানি নিষ্কাশন ব্যবস্থার নগ্ন বাস্তবতাকেই তুলে ধরে।
বছরের পর বছর ধরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় বৃষ্টি হলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। পৌরসভার প্রশাসন বারবার অভিযোগ পাওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শহরের প্রাণকেন্দ্রগুলোর জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
“জলাবদ্ধতার কারণে ক্রেতা আসছে না। দোকানে পানি উঠে গেলে সব মালামাল নষ্ট হয়ে যাবে। বারবার বলা সত্ত্বেও কেউ নজর দিচ্ছে না।”
এমতাবস্থায় স্থানীয়রা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।