আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভ্রমণ সুবিধার্থে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২১ মে) সকাল ৮টায় এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। আজ যারা টিকিট সংগ্রহ করেছেন, তারা ৩১ মে তারিখের যাত্রার জন্য তা ব্যবহার করতে পারবেন।
রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, বিভিন্ন তারিখের টিকিট নিম্নরূপভাবে বিক্রি হবে:
ঈদপূর্ব অগ্রিম টিকিট:
ঈদপরবর্তী ফিরতি যাত্রার টিকিট:
অনলাইনে পুরো টিকিট প্রক্রিয়া
রেলওয়ে জানায়, সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। টিকিট বিক্রির এই প্রক্রিয়া রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট (eticket.railway.gov.bd) এবং ‘রেলসেবা’ অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের অফলাইন বা কাউন্টার সেবার ব্যবস্থা রাখা হয়নি।
বিভিন্ন অঞ্চলের সময়সূচি ভিন্ন
ভিড় ও চাপ এড়াতে ভিন্ন ভিন্ন সময়সূচিতে টিকিট ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
রেলওয়ের একজন কর্মকর্তা জানান, “চলতি বছরের ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামাল দিতে আমরা পরিপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছি। যাতে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত হয়রানি এড়ানো যায়।”