রাজধানীতে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগির অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। এদিন ডিএনসিসির ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজে মোট ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণের কাজ শুরু হয়।
মোহাম্মদ এজাজ বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। ডিএমপি এরই মধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগির রাতের অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হবে।
তিনি আরও বলেন, আবাসিক এলাকাগুলোর বাড়ির মালিক সমিতিগুলোকে অবৈধ অটোরিকশা প্রবেশ ঠেকাতে উদ্যোগী হতে হবে। পরিকল্পিতভাবে গড়ে ওঠা আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কার্যক্রম চালাতে দেওয়া যাবে না। স্থানীয় কমিউনিটি সক্রিয় হলে অবৈধ হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণ সহজ হবে।
নগরবাসীর উদ্দেশে ডিএনসিসি প্রশাসক বলেন, প্লট কেনার আগে মৌজা ম্যাপ দেখে নিশ্চিত হতে হবে সেটি জলাধার কি না। জলাধারে প্লট কিনলে পরবর্তীতে সমস্যা হতে পারে।
পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকায় উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, একসময় সবাই মনে করতেন এখানে কখনো পাকা রাস্তা হবে না। আজ সেই ধারণা বদলেছে। নির্মাণকাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হবে এবং জলাবদ্ধতা দূর হবে।
সবশেষে মোহাম্মদ এজাজ ইস্টার্ন হাউজিং এলাকাকে সবুজে রূপান্তরের আহ্বান জানিয়ে বলেন, ছোট গাছের পরিবর্তে বড় গাছ লাগাতে হবে। পরিকল্পনা করে রাস্তা অনুযায়ী কৃষ্ণচূড়া, সোনালুর মতো গাছ লাগালে এলাকাটি হবে আরও সুন্দর ও পরিবেশবান্ধব।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি নির্মাণকাজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন।
সংগৃহিত প্রতিবেদন