নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শন শেষে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, টিসিবির ভুয়া কার্ড বাতিল করে প্রকৃত ভোক্তাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এর মাধ্যমে ভোক্তা নির্বাচন আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, সে বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। বর্তমানে চালের দাম সহনীয় পর্যায়ে থাকলেও কৃষকদের উৎপাদনে উৎসাহিত করতে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। তিনি জানান, চলতি মৌসুমে বোরো ধানের ফলন আশানুরূপ হয়েছে, ফলে সরকারের খাদ্য মজুদ শক্তিশালী হবে। এতে করে টিসিবি ও ওএমএস-এর মতো কর্মসূচি আরও বিস্তৃতভাবে পরিচালনা করা যাবে।
চাল চিকন করার উদ্দেশ্যে মোটা চাল কাটার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গম ও আটার দাম বাড়ার বিষয়ে তিনি জানান, দেশে বছরে ৭০ লাখ টন গমের চাহিদা থাকলেও উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন আমদানির মাধ্যমে পূরণ করতে হয়, যার একটি অংশ ওএমএস-এ ব্যবহৃত হয় এবং বাকিটা বিভিন্ন বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানে রেশনিংয়ের আওতায় সরবরাহ করা হয়।
তিনি আরও বলেন, দেশের মধ্যবিত্তরা এখন এক বেলা রুটি খেয়ে থাকেন, ফলে গমের চাহিদা দিনে দিনে বাড়ছে। এই পরিস্থিতিতে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র:বিডি প্রতিদিন