আজ শনিবার (১৯ এপ্রিল) দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে এবং এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে:
এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা ও খেপুপাড়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়—১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই পরিবর্তনশীল আবহাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে যারা নদীপথে চলাচল করেন বা উপকূলবর্তী এলাকায় অবস্থান করছেন।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না