আজ শনিবার (১৯ এপ্রিল) দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে এবং এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে:
এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা ও খেপুপাড়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়—১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই পরিবর্তনশীল আবহাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে যারা নদীপথে চলাচল করেন বা উপকূলবর্তী এলাকায় অবস্থান করছেন।