চুয়াডাঙ্গা জেলায় ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একদিনের ব্যবধানে তাপমাত্রা ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে শনিবার বিকেল ৩টায় পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। দুপুর ১২টায়ও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ২৯ শতাংশ, যা গরমকে আরও অসহনীয় করে তুলেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসাইন জানিয়েছেন, এ বছরের মধ্যে এটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এ অবস্থায় তীব্র গরমে মানুষ যেমন কর্মস্থলে ঠিকমতো কাজ করতে পারছে না, তেমনি বাস চলাচল ও যাত্রী পরিবহনেও পড়েছে সরাসরি প্রভাব।
যশোর-খুলনাগামী একটি পরিবহনের কোর্ট এলাকার কাউন্টার মাস্টার ঝুনা বলেন, "ফ্যানের বাতাসও এখন গরম মনে হচ্ছে। বসে থাকা কঠিন হয়ে গেছে।"
বাসচালক আতিকুর রহমান জানান, রোজার পর থেকে যাত্রী সংকটে ভুগছে তারা। "তীব্র গরমে মানুষ বাসে উঠছে না। চালিয়ে তেলের খরচই উঠে না," বলেন তিনি।
চুয়াডাঙ্গায় এমন পরিস্থিতিতে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। কাজকর্মে স্থবিরতা এসেছে, রাস্তা ও গণপরিবহনে মানুষের উপস্থিতি কমেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও দিনমজুরদের অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে উঠেছে।