বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শনিবার (৩ মে) রাতে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, অনুমোদনহীনভাবে কিছু অনুপযুক্ত কনটেন্ট ওই পেজ থেকে কিছু সময়ের জন্য শেয়ার করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে এ ঘটনার গুরুত্ব তুলে ধরে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ফেসবুক পেজটি সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যেখানে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা প্রচার করা হয়। হঠাৎ করে এমন নিরাপত্তা বিঘ্নকে মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
পেজ পুনরায় নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জনগণকে অনুরোধ করা হয়েছে যেন তারা ওই পেজ থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিশ্বাস না করেন, তা শেয়ার না করেন এবং কোনোভাবেই এতে সম্পৃক্ত না হন।
সরকারি তথ্য জানার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, প্রেস বিজ্ঞপ্তি এবং অন্যান্য যাচাইকৃত মাধ্যম ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
সংগৃহিত প্রতিবেদন