বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আজম ওবায়দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ছাত্র ও রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মো. আবু সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় লেখেন, “আমাদের প্রাণপ্রিয় রাহবার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আজম ওবায়দুল্লাহ ভাই আজ এই নশ্বর দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “মাত্র দুই সপ্তাহ আগেই তাঁর সঙ্গে কথা হয়েছিল—কালচারাল আগ্রাসনের মোকাবিলা, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং জুলাইকে প্রাসঙ্গিক রাখার ন্যারেটিভ গঠনের বিষয়ে। প্রতিটি কথায় ছিল দীপ্তি, দেশচিন্তার প্রতিফলন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা।”
ড. আজম ওবায়দুল্লাহর আন্তরিকতা, প্রজ্ঞা এবং নেতৃত্বগুণ আগামী প্রজন্মের মধ্যে অনুপ্রেরণা হিসেবে বেঁচে থাকবে বলেও মন্তব্য করেন কায়েম।
তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মহান রাব্বুল আলামিন তাঁর সব খেদমত কবুল করুন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।”