পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন। গত ১০ জুন (সোমবার) দুপুর থেকে শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট। শুক্রবার (১৩ জুন) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ৩৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ১২ হাজার ৮৭৭ জন হাজি। হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার এই পর্যায়ক্রমিক যাত্রা আগামী সপ্তাহগুলোতেও চলবে।
ফিরে আসা হাজিরা জানিয়েছেন, এবারের হজ ব্যবস্থাপনা ছিল বেশ সন্তোষজনক। তাঁরা হজের প্রতিটি স্তরে যথাযথ সহযোগিতা ও সুশৃঙ্খল পরিবেশ পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেন। সৌদি আরবে অবস্থানকালে তাঁরা পবিত্র কাবা শরিফে মহান আল্লাহর দরবারে বাংলাদেশের সমৃদ্ধি, শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেছেন।
একজন হাজি বলেন, “আমরা আল্লাহর কাছে আমাদের পরিবার, দেশের মানুষ, বিশেষ করে মুসলিম বিশ্বের শান্তি, সংহতি ও ঐক্যের জন্য দোয়া করেছি। এটা আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা।”
উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের এই হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সর্বমোট ১৬ লাখ ৭৬ হাজার ২৩০ জন মুসল্লি হজ পালন করেছেন। এদের মধ্যে বাংলাদেশের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য; মোট ৮৬ হাজার ৯৫৮ জন বাংলাদেশি এবার হজে অংশগ্রহণ করেন, যার মধ্যে অনেকে সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ সম্পন্ন করেন।
এই ফিরে আসার ধারা অব্যাহত থাকবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। হজ শেষে এই ফিরে আসা শুধু ব্যক্তিগত নয়, বরং জাতিগত আত্মশুদ্ধি, ঈমানি চেতনার নবায়ন এবং একটি নৈতিক ও আত্মিকভাবে উন্নত সমাজের প্রত্যাশাও বহন করে।