জুলাই বিপ্লবে আত্মত্যাগের বর্ণনা দিয়ে জুলাই শহীদ ও গাজীদের প্রতি দায়বদ্ধতা কথা জানান দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি আসাদুল ইসলাম।
শুক্রবার (২৩ মে) দুপরে তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
একই পোস্টে তিনি দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো সংকট মোকাবেলায় ইসলাম দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গের জন্য পিছপা হবেন না বলেও জানিয়েছেন।
জন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি আসাদুল ইসলামের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
”জুলাইয়ের প্রতিটি দিন ছিল আমাদের জন্য চরম আত্মত্যাগ ও প্রস্তুতির দিন। বাসা থেকে বের হওয়ার সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদী মৃত্যুর দোয়া করতাম। প্রত্যেক দায়িত্বশীল ভাই একে অপরের থেকে যেন শেষ বিদায় নিচ্ছি—এই মানসিকতা নিয়ে আলিঙ্গন করতাম। প্রোগ্রাম স্পটে ঢোকার আগে প্রায় প্রতিবারই মা কিংবা বড় ভাইয়ের সাথে শেষবারের মতো কথা বলতাম, দোয়া চেয়ে নিতাম।
আমরা কেউই পার্থিব কোনো স্বার্থ, নাম-কৃতিত্ব বা বাহবা পাওয়ার আশায় জুলাইয়ের আন্দোলনে অংশ নিইনি । আমরা অংশ নিয়েছিলাম ইসলাম, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে। সেই ত্যাগের ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি—জুলাইয়ের শহীদ ও গাজিদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।
আমরা বদ্ধপরিকর—ভবিষ্যতের যেকোনো সংকটে ইসলাম, দেশ ও জাতির পক্ষে জীবন উৎসর্গ করতেও পিছপা হবো না।
ঈমান ও মাতৃভূমি অথবা মৃত্যু — ইনশাআল্লাহ।”
উল্লেখ্য যে, দেশের রাজনৈতিক অঙ্গণে বৃহস্পতিবার (২২ মে) সারাদিনজুড়ে ছিল চাপা উত্তেজনা। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। সারাদিন ব্যাপী ফেসবুকে সরব ছিলেন রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রত্যেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মত তুলে ধরেন।