জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে, তবে কিছু মৌলিক জায়গায় সকল দলকে ঐকমত্যে আসতে হবে। তিনি আরও বলেন, "এই বিষয়ে রাজনৈতিক দলগুলো কিছু ছাড় দিবে," যা কমিশনের পক্ষ থেকে একটি বড় প্রত্যাশা।
বুধবার (০৭ মে) সকালে নাগরিক ঐক্যের সাথে বর্ধিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল, যার মধ্যে মোফাখ্খারুল ইসলাম নবাব, মঞ্জুর কাদির, শাহনাজ রানু, ফেরদৌসী আক্তার সুমি, সাকিব আনোয়ার এবং অন্যান্য সদস্যরা ছিলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, "জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, কিন্তু কমিশনের আলোচনায় যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেও একমত হয়ে জাতীয় সনদ তৈরির লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে।" তিনি আরও বলেন, এসব আলোচনার মাধ্যমে সুষ্ঠু সংস্কারের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে।
জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি তার কার্যক্রম শুরু করে এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই কমিশন গঠন করা হয়। কমিশনটি এখন পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত সংগ্রহ করেছে। এরই মধ্যে নাগরিক ঐক্যসহ ২৫টি দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে।
এছাড়া, সম্প্রতি সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলোর ওপর মতামত জানাতে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে, যাতে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা সম্ভব হয়।
সূত্র: আমার দেশ