মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট-এ ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম। দক্ষিণ এশিয়ার বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
২০২৫ সালের ১৭ মে, মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়াম-এ আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কারটি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হারিস মোহামেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ের ডিপুটি মিনিস্টার হোসাইন নিহাদ, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আবদুল জলিল ইসমাইল, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক জনাব মো. গোলাম ফারুক মাজনু, মালেতে বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি নাগরিকরা।
এই সম্মাননার মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের অব্যাহত পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কামরুল ইসলামের অবদান নতুনভাবে স্বীকৃতি পেল।