ঈদের ছুটি শেষে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নামছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বাদামতলায় গণজমায়েতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। পরে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম জানিয়েছেন, আন্দোলনের দ্বিতীয় ধাপে কর্মসূচি পুনরায় শুরু হচ্ছে কারণ সরকারপ্রধানের গঠিত আইন উপদেষ্টার নেতৃত্বাধীন কমিটি এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।
এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের কাছে পাঠানো আহ্বানবার্তায় বলা হয়েছে, ২০২৫ সালের সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ ১৯৭৯ সালের বিতর্কিত আইনকেও ছাড়িয়ে গেছে—এটি অমানবিক, অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী।
উল্লেখ্য, ২৫ মে ঘোষিত এ অধ্যাদেশ অনুযায়ী, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এ বিধানকে ‘নির্বিচার ক্ষমতার অপপ্রয়োগের সুযোগ’ ও ‘কালো আইন’ বলে বর্ণনা করছেন সরকারি কর্মচারীরা।
এর আগেও ২৪ মে থেকে সচিবালয়ের বিভিন্ন সংগঠন এ আইনের বিরুদ্ধে সম্মিলিতভাবে আন্দোলনে অংশ নেয়। আজকের কর্মসূচির পর নতুন ধারাবাহিক কর্মসূচি ঘোষণার কথা রয়েছে ঐক্য ফোরামের পক্ষ থেকে।