গত ১৫ বছরে দেশে কেউ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেননি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, এই দীর্ঘ সময়ের দমন-পীড়নের কারণেই এখন দেশে আন্দোলনের ঢেউ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “বর্তমান সরকার দেশের সব সমস্যা সমাধানে বিরতিহীনভাবে কাজ করছে। তবে মতিঝিলে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের মতো ঘটনায় প্রমাণ থাকা সত্ত্বেও কেউ তখন প্রতিবাদ করেনি, যা ছিল এক ধরনের নীরবতা ও ভয়ের প্রতিফলন।”
তিনি আরও বলেন, “বর্তমান অস্থির ও সহনশীলতাহীন সময়ে বই-ই হতে পারে আমাদের প্রধান হাতিয়ার।” পাশাপাশি তিনি প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্তদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান, যাতে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া যায়।
অনুষ্ঠানে সাহিত্য ও প্রকাশনা জগতের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এবং তারা সমাজে সহনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে বইয়ের ভূমিকার ওপর জোর দেন।
সংগৃহিত প্রতিবেদন
এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ
‘নিউজ অ্যারেনার প্রতিবেদন মিথ্যা’ — আইন উপদেষ্টা নিয়ে স্পষ্ট করল মন্ত্রণালয়
ড. ইউনূসের সঙ্গে কাতার প্রধানমন্ত্রীর বৈঠক, উন্নয়নে সহায়তার আশ্বাস
“পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী নিশ্চিত করতে হবে” — ড. ইউনূস
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না