বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় সড়ক, নৌ ও আকাশপথে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা থাকলেও বাস্তবে পরিবহন মালিকরা প্রকাশ্যে নানা কায়দায় অতিরিক্ত ভাড়া আদায় করছে।
বিআরটিএ ও বিআইডাব্লিউটিএ শুধুমাত্র মালিকদের সঙ্গে বসে মনিটরিং টিম গঠন করেছে যাত্রীদের বাইরে রেখে, যা যাত্রী স্বার্থ উপেক্ষারই একটি উদাহরণ বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এবার ঈদে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে বাসে ৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলে দ্বিগুণ ভাড়া আদায় হচ্ছে। একইভাবে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বগুড়া, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলার যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
ঢাকার সদরঘাট নৌবন্দর থেকে দক্ষিণাঞ্চলের নৌরুট এবং অভ্যন্তরীণ আকাশপথে (ঢাকা-সৈয়দপুর, কক্সবাজার, চট্টগ্রাম) ভাড়া ‘ডাকাতির’ অভিযোগও তোলা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে সকল পথে অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।