ঢাকা মহানগরের ফকিরাপুল এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ সদস্যের খোঁজ নিতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পুলিশ পর্যাপ্ত অস্ত্রসহ দায়িত্ব পালন করছে এবং জীবন বাজি রেখে কাজ করছে। অপরাধীরা সুযোগ নিচ্ছে না, এটাই প্রমাণ।”
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
“অভিযানে তিন কারবারি আটক, সাড়ে ৯ হাজার ইয়াবা উদ্ধার”
উপদেষ্টা জানান, গতকাল রাতে মাদকের একটি চালান রাজধানীতে ঢোকার খবরে ডিবির লালবাগ জোনের একটি ইউনিট অভিযান চালায়। ফকিরাপুল এলাকায় মাদকবাহী একটি প্রাইভেটকার গতিরোধ করা হলে, গাড়ি থেকে নেমে পালানোর সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এতে গুলিবিদ্ধ হন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির শোয়েবও আহত হন।
পরে অভিযানকারীরা সাড়ে ৯ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করে। আটক করা হয় তিন মাদক কারবারিকে।
আহত পুলিশ সদস্যরা আশঙ্কামুক্ত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. মাসুদ আলম জানান, আহত এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে ও কনস্টেবল সুজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তারা দুজনই বর্তমানে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
“পুলিশ নিজেদের জীবন বিপন্ন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে। গত রাতের ঘটনাতেই সেটি প্রমাণিত। পুলিশ যে প্রস্তুত ও সজ্জিত—তা প্রয়োগও করছে।”