সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তিনটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজ (বুধবার) সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এক পূর্বাভাসে এসব তথ্য জানান।
পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
সামনের কয়েকদিনের পূর্বাভাস:
এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূলে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।