চলমান তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তবে দিনে তাপমাত্রা কিছুটা কমলেও রাতে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে, ২১ ডিগ্রি সেলসিয়াস। একই সময় রাজশাহীর তাড়াশে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টি ও তাপমাত্রা কমার ফলে দেশের মানুষ কিছুটা স্বস্তি পেলেও, কোথাও কোথাও বজ্রপাত ও ভারী বর্ষণজনিত দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। তাই সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।