ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে এক আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
রেজাউল করিমকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে তাঁকে নতুন দায়িত্বে রাখা হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া রেজাউল এর আগে সিআইডিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ১ সেপ্টেম্বর তিনি ডিবিপ্রধানের দায়িত্ব নেন।
সম্প্রতি ডিবির কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়। গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে মডেল মেঘনা আলমকে আটক করে ডিবি। পরে বৃহস্পতিবার রাতে তাঁকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিশেষ ক্ষমতা আইনে আটক করায় বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
আজ রবিবার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও মেঘনা আলমকে আটকের প্রক্রিয়াকে ‘সঠিক হয়নি’ বলে মন্তব্য করেছেন।
সূত্র মতে, মেঘনা আলমকে আটক এবং সাম্প্রতিক বিতর্কের পরিপ্রেক্ষিতেই রেজাউল করিমকে ডিবিপ্রধানের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র :প্রথম আলো
গণহত্যার বিচার ও আওয়ালীগকে নিষিদ্ধ করে জাতীয় সরকার গঠনের দাবী জুলাই মঞ্চের
আ. লীগের মিছিল ঠেকাতে না পারলে পুলিশকে জবাবদিহি করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভরা মৌসুমেও দ্বিগুণ দামে পেঁয়াজ, পুরোনো সিন্ডিকেটই কি ফের সক্রিয়?
বৈদেশিক দেনা পরিশোধে ডিসেম্বরকে লক্ষ্য করে কর্মপরিকল্পনা
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না