জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী সামাজিক ব্যবসাকে টেকসই উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগ সক্রিয় করার একটি উদ্ভাবনী কৌশল হিসেবে তুলে ধরেছেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোসক ফোরাম অন ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (FfD Forum)-এর একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণকালে তিনি এ বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, “সামাজিক ব্যবসা একটি পরীক্ষিত মডেল, যা বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গড়ে উঠেছে। এই মডেলে বিনিয়োগের মূল লক্ষ্য থাকে ব্যক্তিগত লাভ নয়, বরং সমাজের উন্নয়ন।”
সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে জানান, সামাজিক ব্যবসার মডেলের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং নবায়নযোগ্য শক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে সফলভাবে বেসরকারি সম্পদ ব্যবহার করা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, “উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতির প্রসার ঘটাতে হবে এবং যথাযথ নীতিমালা, মিশ্র অর্থায়ন কাঠামো ও ঝুঁকি হ্রাসকারী ব্যবস্থা গড়ে তুলে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে।”
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বর্তমানে FfD Forum এবং আসন্ন চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন অন ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (FfD4)-এর প্রস্তুতিমূলক কমিটির বৈঠকে আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, বাংলাদেশ এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে সম্মেলনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করছে।