আসছে দিনে দেশের বিভিন্ন অঞ্চলে সামান্য তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রবিবার (১১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।
ঢাকাসহ আশপাশের এলাকায় রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকবে। বাতাস থাকবে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে।
গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। চাঁদপুরে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৬ মিলিমিটার।