চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফ্লাইটটি সকাল ৯টা ৪৫ মিনিটে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
ড. ইউনূস শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা অভিমুখে রওনা দেন। তার সফরসঙ্গীদের সঙ্গেও তিনি একসঙ্গে দেশে ফেরেন।
চার দিনের এই গুরুত্বপূর্ণ সফরে প্রধান উপদেষ্টা ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন এবং রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। সফরের উল্লেখযোগ্য মুহূর্ত ছিল, যখন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তাঁর হাতে ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড তুলে দেন—এটি ব্রিটেনে আন্তর্জাতিক সম্প্রীতি ও মানবিক অবদানকে স্বীকৃতি দেওয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা।
এছাড়া সফরের সবচেয়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকাল ৩টা ৩৫ মিনিট পর্যন্ত লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচনকালীন রাজনৈতিক সমঝোতা, নির্বাচন আয়োজনের সময়সীমা এবং বিভিন্ন কাঠামোগত সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই নেতার মধ্যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয়েছে।
দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং শাসক ও বিরোধী পক্ষের মধ্যে টানাপড়েনের প্রেক্ষাপটে এই সফর এবং বৈঠকটি ছিল জনমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত। সফর শেষে দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা এখন নির্বাচনী প্রক্রিয়ার অগ্রগতি এবং আলোচনার ফলাফল বাস্তবায়নের দিকে মনোযোগ দেবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ৯ জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।